Spread the love

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত জনপ্রিয় বিগ টিকিট র‌্যাফেল ড্রতে এবার ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের ওই বাংলাদেশি ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার সমপরিমাণ। গালফ নিউজের খবরে বলা হয়, বিগ টিকিটের ২৪ জুনের ড্রতে ‘০৬১০০৮০’ নম্বরের টিকিট কিনেছিলেন বেলাল। ড্র শুরুর পরপরই উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ীকে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তারা তার সঙ্গে কথা বলতে পারেননি। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বেলালের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে গত মাসে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি বিগ টিকিটের ২৭৫তম সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। পাশাপাশি, সাপ্তাহিক ই-ড্রতে এক লাখ ৫০ হাজার দিরহাম জেতেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী। প্রবাসীদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই বিগ টিকিট র‌্যাফেল, যা ভাগ্য বদলের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *