Spread the love

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন ও ইসরায়েলি হামলার পর দেশটির পরমাণু কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এটিকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ সংস্থাটির প্রধান মোহাম্মদ ইসলামি। মঙ্গলবার (২৫ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এই কর্মসূচি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোহাম্মদ ইসলামি বলেন, “উৎপাদন ও সেবাদান প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে।” এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল দাবি করেছে যে, ইরান তাদের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ” ইসরায়েল জানিয়েছে, “ইরানে সাম্প্রতিক ইসরয়েলি ইরানে হামলাগুলো ছিল দেশটির শীর্ষ সামরিক নেতা, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে।” তারা বলছে, “ইরান যদি এসব অবকাঠামো ঠিক রাখে, তাহলে তা ইসরায়েলকে ধ্বংস করার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।” এদিকে বরাবরের মতো তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ অস্বীকার করে এলেও, তারা এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো শান্তিপূর্ণ ব্যবহার নেই। এছাড়া, তারা আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় প্রবেশে বাধা দিয়েছে এবং নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সম্প্রসারণ করেছে। ইসরায়েল দাবি করছে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্রায়নের দিকে পদক্ষেপ নিয়েছে। অপরদিকে, তেল আবিবের এ হামলার প্রতিশোধে এখন পর্যন্ত প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১ হাজার ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলো। এছাড়া, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতালেও আঘাত হেনেছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, ইসরায়েলও ইরানের সামরিক-বেসামরিক বিপুল পরিমাণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত কয়েকশো মানুষ নিহত হয়েছে এবং আরও অন্তত হাজারখানেক মানুষ আহত হয়েছে। পাশাপাশি, ইরানের বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *