কসবায় মাদকসেবী সন্তানের হাতে বাবা-মাকে উপর নির্যাতন অভিযোগে ছেলে বাবলুকে কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মো: বাবলু (৩৫) পিতা: মো: শহীদ মিয়া কসবা পৌরসভার শাহপুর পূর্ব পাড়া গ্রামে তার নিজ বাড়িতে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় তার বাবা- মাকে মারধর এবং তার বাড়ির জিনিসপত্র ভেঙ্গে অশান্তি সৃষ্টি করে। তাৎক্ষণিকভাবে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- ( পাঁচ শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশের টিম ও সঙ্গীয় আনসার সদস্য। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।