ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৩১ মার্চ) জানিয়েছে, এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। বার্তাসংস্থা আনাদোলু মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত রোববার, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন, ৫৩ জন নিহতের মরদেহ গাজার হাসপাতালগুলোতে আনা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছেন, যা মোট আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে উন্নীত করেছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেকে আটকা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। প্রায় দুই মাস ধরে সেখানে তুলনামূলক শান্তি বিরাজ করলেও, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্য দেখা দিলে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফা হামলায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২,৪০০ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া, গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *