‘এসো কোরআনের আলোতে,চলো জান্নাতের গলিতে’ সংগঠনের উদোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ( ২৮ মার্চ) শনিবারে বুড়িচং সদরের দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে ১২০ জন অসহায় গরিবদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ হরিপুর জামে মসজিদের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাহিদা আক্তার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোগক্তা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন লিটন চৌধূরী, লুৎফুর রহমান, মতিন খান, আবদুল মজিদ, জাকির হোসেন সুমন, মোঃ ইউসুফ। সংগঠনের উদ্যোগক্তা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, প্রতি বছরের ন্যায় প্রবাসী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সহযোগীতায় অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এই সংগঠনের কার্যক্রম ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *