কুমিল্লার বুড়িচংয়ে ভারেল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। (২৯ মার্চ ২০২৫) শনিবার রাত ৯টার দিকে ভারেল্লা বাজার নজরুল ইসলামের জুতা দোকানের পিছনে একটি ঘর থেকে সিলিন্ডার বিস্ফারিত আগুনের সূত্রপাত হয় ও ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা,উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজারে আজ রাত নয়টার দিকে নজরুল ইসলামের জুতা দোকানের পিছনে একটি ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় এবং আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে পৌঁছে প্রায় ১৪টি দোকান ও মালামাল পুড়ে যায়।স্থানীয় যুবক ইউসুফ শান্ত জানায়,আগুন লেগে দোকান পুড়েছে অরুন মিয়াজীর চা দোকান,মদিনা থাই এ্যালমুনিয়াম দোকান, বাসার টেইলার্স কাপড়ের দোকান,ডা.রেহান উদ্দিনের হোমিওপ্যাথিক দোকান,জামাল হার্ডওয়্যার দোকান,নজরুল ইসলামের জুতা দোকান,আক্তারের সারের ডিলার দোকান,ডাক্তার শরিফের দোকান,ডা.রৌশনের দোকান,ডা. রহিম এর দোকান,জাহাঙ্গীরের সারের দোকান, সোলমানের চাউল দোকান, খোরশেদের পান দোকান, ছাব্বিরের অটোরিকশা দোকান সহ অন্যান্যদের দোকান পুড়ে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আরও জানায়,একদিন পরে পবিত্র ঈদ-উল-ফিতর। সবার দোকানে মালামাল পরিপূর্ণ ছিলো। আজ পুড়ে সব ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন।এসময় তারা সকলের সহযোগীতা কামনা করেন। বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি ৩টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মালামাল ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণের পর বলা যাবে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার জানায়,আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল সকালের দিকে পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্যের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *