{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2,"addons":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যানমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। (৩ এপ্রিল ২০২৪) বুধবার বিকাল ৪ ঘটিকায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিপি’র উদ্যোগে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।উক্ত ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট এ এম জাবের বিন জব্বার পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সুলতানপুর ব্যাটালিয়ন, (৬০ বিজিবি)’র সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন খারেরা বিওপি’র বিওপি কমান্ডার মোঃ মোবারক হোসেন,হাবিলদার মাসুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিজিবি উত্তর পূর্ব বিজিয়ন সরাইল সহ অধীনস্থ কুমিল্লা সেক্টরের আওতাধীন সুলতানপুর ব্যাটালিয়নের খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ দরিদ্রদের মাঝে ইফতার,রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট এ এম জাবের বিন জব্বার পিএসসি বলেছেন,রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *