কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের ‘এসো কুরআনের আলোতে, চলো জান্নাতের গলিতে”মানব কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী ও প্রবাসীদের আর্থিক সহযোগীতায় দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠেব ১০১ জন অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
দক্ষিণ হরিপুর জামে মসজিদের সভাপতি ও নৌ-বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে এবং সংগঠনের সমন্বয়ক ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আবদুল কাদের, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লুৎফুর রহমান, দক্ষিণ হরিপুর ঈদগাহ কমিটির ক্যাশিয়ার মোঃ নাজমুল হাসান লিটন চৌধূরী, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,মোঃ জাকির হোসেন সুমন, সেনাবাহিনীর সদস্য মোঃ আরিফুল ইসলাম ও সোলেমান হোসেন বাপ্পী প্রমুখ।
