বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার ইফতার মাহফিলে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেশা। সাংবাদিকতা টাকার জন্য না সাংবাদিকতা হলো দেশ ও মানুষের কল্যাণের জন্য। সাংবাদিকরা কারো বিরুদ্ধে লিখে না। তারা কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অনিয়ম ও নানা সমস্যা তুলে ধরে। এটাকে অনেকে ব্যক্তির বিরুদ্ধে নিউজ মনে করে। গতকাল ৩১ মার্চ রবিবার বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি হল রুমে বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নরা এসব কথা বলেন।
তারা আরো বলেন, কিছু ব্যক্তি তাদের নিজের স্বার্থে অপ-সাংবাদিকতা করে এই মহৎ পেশাটিকে কলঙ্কিত করছে। সাংবাদিকরা পরিচিত হবে তার নিউজের মাধ্যমে কোন সংগঠন কিংবা ব্যক্তির মাধ্যমে নয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা বিষয়ক লেখক শাহাজাদা এমরান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জি. বাছির খাঁন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ-সভাপতি ওমর ফারুক তাপস, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং প্রেসক্লাবের সিনি.সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার নির্বাহী সদস্য এম এ হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, ব্রাহ্মণপাড়া সাংবাদিক সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান,অর্থ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এন সি জুয়েল, ভোরের কলামের প্রতিনিধি মো. মারুফ, সমাজ কন্ঠের প্রতিনিধি মো. লোকমান খান, দৈনিক সমাচার জেলা প্রতিনিধি এন সি জুয়েল,দৈনিক সবুজ বাংলাদেশ জেলা প্রতিনিধি শরিফ সুমন,দৈনিক ঢাকা প্রতিনিধি নজরুল ইসলাম লিটন, দৈনিক বিজয় প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ব্রাহ্মণপাড়া বুড়িচং পত্রিকার বুড়িচং প্রতিনিধি মো. তাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *