নোয়াখালী সদর উপজেলায় ঘরে নামাজ পড়া অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে আলী আহমেদ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান। নিহত তাসলিমা বেগম রোজি (৬০) ওই গ্রামের ওবায়দুল হকের স্ত্রী। তার ছেলে জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রোজি ওই গ্রামে তার বাপের বাড়িতে একটি ঘরে থাকতেন। রাত ৯টার দিকে ঘরের দরজা খোলা রেখে নামাজ পড়ছিলেন তিনি। এ সময় কে বা কারা এসে তার মাথায় কুপিয়ে চলে যায়। পরে প্রতিবেশিরা উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা বলেন, রোজির ঘরসহ ওই বাড়িতে আগে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।