কুমিল্লার বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুর জানান দিচ্ছে আজ অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় যায় ঢাকার রাজপথ।অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এ দুই উপজেলার প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক ও ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।