দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার বেলা ১২ টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১ টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *