কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজারে মৃত. তোতা মিয়ার পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও শশীদল ক্যাম্পের বিজিবি। স্থানীয়রা জানায়, এটি হয়তো মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত মর্টার শেল। তাদের ধারণ এই পুকুরে আরো মর্টার শেল থাকতে পারে।সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে সামি, সাজিব ও সীমান্তসহ কয়েকজন শিশু পুকুরের কাদামাটিতে খেলতে গিয়ে এ মর্টার শেলটি দেখতে পায় এবং খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। শিশু সীমান্তের চাচা নাছির ভাঙারি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার অস্ত্র ভেবে ফিরিয়ে দেয়। মর্টার শেলটি দেখতে পুকুরের চারপাশে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন ও শশীদল ক্যাম্পের বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বোমা নাকি মর্টার শেল সঠিকভাবে বলতে পারছি না। বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে।তারা আসলে পরীক্ষা- নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।