কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকার মৃত. তোতা মিয়ার পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন সেনাবাহিনী এ মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি দেলোয়ার হোসেন।তিনি জানান, মেজর নাজমুস শাকিবা এষা ও ক্যাপটেন মাশরুর আবিদের নেতৃত্বে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট শেলটি নিষ্ক্রিয় করেন। এসময় নিরাপত্তার স্বার্থে এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পানিশূন্য পুকুরের কাদামাটিতে খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু সামি, সাজিব ও সীমান্ত।শিশুরা মর্টার শেলটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। শিশু সীমান্তের চাচা নাছির ভাঙারি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার অস্ত্র ভেবে ফিরিয়ে দেয়।পরে ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পাশের বিজিবি ক্যাম্পে অবহিত করেন। বিজিবি ঘটনাস্থলে গিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন। পরে বিজিবি ও পুলিশ মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনে অবহিত করেন। এরই প্রেক্ষিতে শনিবার মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন ৩৩ পদাতিক ডিভিশন। ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, উপজেলার শশীদল ইউনিয়নে সেনের বাজার এলাকায় পুকুরে পাওয়া মর্টার শেলটি শনিবার নিষ্ক্রিয় করা হয়। শনিবার কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন সেনাবাহিনী মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।