এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া,ছবি: তালাশ বাংলা

চার শতাধিক এতিম ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া।গতকাল মঙ্গলবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশু ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। রাতের আঁধারে মালাপাড়া ও মনোহরপুর এলাকায় বিভিন্ন ছিন্নমূল, এতিম শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এদিকে, কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়ার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *