কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের জন্য এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।আহত গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। (২২ জানুয়ারি ২০২৫)বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আহত গৃহবধু শাহিনুর আক্তার। আহত গৃহবধূ শাহিনুর আক্তার জানান,তার স্বামীসহ শশুর বাড়ির লোকজন যৌতুক জন্য বিগত ১৩ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।সে সন্তানের দিকে তাকিয়ে মা-বাবাকে বলে বিগত দিনে তাদের চাহিদা পূরণ করতে চেষ্টা করেছি। কিন্তু তারা এতেও সন্তুষ্ট নয়। তবুও সন্তানের দিকে চেয়ে তাদের অত্যাচার সহ্য করে আসছি।তিনি আরো বলেন,তার স্বামী বর্তমানে বাহরাইনে ( প্রবাসে ) আছে। স্বামীর আদেশে আমার শ্বশুর বাড়ির লোকজন আবারো তার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এবার তাদের যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১৮ জানুয়ারি শনিবার দিনে তারা শাহিনুরকে শারীরিক নির্যাতন ও মারধর করে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান।এখন শাহিনুর আক্তার চিকিৎসাধীন রয়েছ। আহত শাহিনুর আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর গ্রামের কাজী বাড়ির প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জড়িত স্বামী, শাশুড়ি, ভাসুর,ননদ ও ননদের স্বামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় শাহিনুর বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আহত শাহিনুর প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার কামনা করেন।
