“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী কুমিল্লা টাউন হল মাঠ থেকে মহানগরী প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা ষ্টেশন ক্লাব মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমীরুল কায়সার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু রায়হান ও মেলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বিল্লাল হোসেন সহ আরো অনেকে।এছাড়াও তারুণ্যের উৎসব র্যালীতে ছাত্র জনতা, গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
