হোমিওপ্যাথি ডাক্তারদের অন্যতম সংগঠন ডি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন কুমিল্লা জেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২মার্চ ২০২৪ (১১ই রমজান) কুমিল্লার একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডি এইচ এম এস ডক্টরস এসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি এবং হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোটা.ডা আবদুছ ছাত্তার ভূঁইয়া। দোয়া মোনাজাত করেন নাঙ্গলকোট উপজেলার সভাপতি এবং নাঙ্গলকোট বাদশা আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো.আব্দুল্লাহ মোতালেব। ইফতার মাহফিলে কুমিল্লা জেলার নেত্রীবৃন্দ সহ ১৭টি উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।