১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন ১৯ বছর পর আজ (শুক্রবার) কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বিস্তার করছে জেলাজুড়ে। পথে পথে লেগেছে পোস্টার-ব্যানার। মহাসড়কের ওপরেও উড়ছে ব্যানার। দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মসূচি করায় নেতারা যেমন আনন্দিত, অংশগ্রহণ করবার প্রত্যাশায় উচ্ছ্বসিত কর্মীরাও। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
বিগত ১৯ বছর আওয়ামী লীগ সরকারের সময় দমন-পীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনও কর্মী সম্মেলন করতে পারেনি কুমিল্লায়। তখন গোপনে তাদের সাংগঠনিক কাজ চালিয়েছে সংগঠনটি। গণঅভ্যুত্থানের পর এ বছরের ৫ জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর দলটি কুমিল্লা টাউন হল ময়দানে কর্মসূচি করবে।
টাউন হল ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানজুড়ে উড়ছে সাদা শামিয়ানা। মঞ্চ নির্মাণের সর্বশেষ কাজ করছেন শ্রমিকরা। মাঠে ছোট ছোট দলে বিভক্ত কর্মীরা খোশগল্পে মেতে উঠেছেন। এক প্রান্তে গাড়িতে ময়লা তুলে দিচ্ছেন কর্মীরা। অন্য প্রান্তে হচ্ছে মিছিল। অনেকে ব্যানার-পোস্টার লাগাতেও ব্যস্ত। কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, ‘১৯ বছর পর সম্মেলন হচ্ছে। কর্মীরা আবেগাপ্লুত। গত ১৯ বছরে অনেক শহীদ ভাইকে হারিয়েছি। জামায়াতে ইসলামী তার কঠিন সময় পার করে আজ দীর্ঘ সময় পর কুমিল্লায় কর্মী সম্মেলন করবে। স্বাভাবিকভাবেই কুমিল্লার মানুষের মনে জনউচ্ছ্বাস দেখতে পাচ্ছি। কুমিল্লার মানুষ ৬ তারিখের জন্য মুখিয়ে আছে। আমরাও প্রশাসন ও কুমিল্লার মানুষের কাছে সহযোগিতা চাই যেন শান্তিপূর্ণভাবে আমাদের এই সম্মেলন সমাপ্ত করতে পারি।’ আগামীকালের কর্মী সম্মেলনে আরও উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিমসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।