কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকা হতে ৩৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের একটি মাইক্রোবাস সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২| আজ মঙ্গলবার দুপুরে র্যাব -১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার,জাগুরজুলি এলকায় অভিযান পরিচালনা করে, উক্ত অভিযানে ৩৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক একজন মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনের একটি মাইক্রোবাস সহ মোঃ রেজাউল ইসলাম (৪০) কে র্যাব -১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক আটক করা হয় গ্রেফতারকৃত আসামী হলেন শেরপুর জেলার ঝিনাইগাতি থানা ডাবলমুরিং থানার, ঝুলগাঁও গ্রামের, গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে,মো রেজাউল ইসলাম (৪০) আসামীকে জিজ্ঞাবাদে আরো জানায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সিমান্তবর্তী এলাকা হতে গাঁজা,ফেন্সিডিল,স্কাফ সিরাপ,বিয়ার,ইয়াবা সহ, সরকার নিষিদ্ধ অন্যন্য মালামাল সংগ্রহ করে,কুমিল্লা সহ অন্যন্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্য মাদকদ্রব্য বিক্রি করে আসছে র্যাব ১১ সিপিসি ২এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়,মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কুমিল্লায় ফেন্সিডিল ও মাদক পরিবহনের একটি মাইক্রোবাস সহ রেজাউলকে আটক! 