জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেন এর রুহের মাগফেরাতের কামনা করে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ নভেম্বর ২০২৪) শুক্রবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণসভায় জেলা শাখার সহ সভাপতি মোঃ বাবর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা মজুমদার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশীদ শাইন,মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো: খাইরুল মজিদ,যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ,যুগ্ম মহাসচিব মো: কাজী মাহমুদুল হাসান,সহাকারী সচিব মো: আতিকুর রাহমান আজাদ,সহ-মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ সচিব মো: আবেদ আলী।আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ওমর ফারুকী তাপস,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মো: সাদিক মাহমুদ,সহ সভাপতি জয়দল হোসেন,সহ-সভাপতি আব্দুল আউয়াল, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, মো: শরীফ সুমন, অর্থ সম্পাদক নারায়ণ কুন্ড, সহ-দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন,সহ-প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য, মাইনুল হক স্বপন বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হ্দয়,কুমিল্লা মহানগর শাখার সভাপতি মইনুল হক, বরুড়া উপজেলা শাখার সভাপতি এম এ কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন,সদস্য মাহবুবুল আলম রুম প্রমুখ।উক্ত স্মরণসভায় সাংবাদিকরা বলেছেন,আলতাফ হোসেন নির্যাতিত সাংবাদিকদের ছিলেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাকালীন থেকেই সাংবাদিকদের অধিকার ও দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী পালন করে গেছেন।উক্ত স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। প্রসঙ্গত; প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তাছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ, গল্প, কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি।
