মোঃ শাহজাহান বাশার।।
রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হসপিটাল রোগীদের ভোগান্তি,দিকেট কাউন্টারে দালালদের রমরমা ব্যবসা,টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা লোকদের নেই কোন তেমন রোগীদের সেবায় দায়িত্ব। টিকেট কাউন্টারের দায়িত্বরত টিকেট মাষ্টার ওয়ার্ড বয় দিয়ে টাকা গনাচ্ছেন আর ওনি পান খাচ্ছেন। যার কারণে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেনা, এই দিকে পুরুষ টিকেট কাউন্টারে গিয়ে দেখা যায় সিরিয়াল না নিয়ে স্টাফ পরিয়চয় দিয়ে বাহির থেকে টাকার বিনিময়ে কাগজ সিরিয়াল করতে দেখা যায়। অপরদিকে ১২৫ নাম্বার রুমে গিয়ে দেখা যায় রোগীদের কে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দায়িত্বরত ব্যক্তিগণ কেউ গল্প করছেন কেউ মোবাইলে কথা বলছেন। প্রতিনিধি তখনি মোবাইলে স্টাফদের সাথে ভিডিও ধারণ সহ তাদের ছবি ও হাসপাতালে রোগীদের ছবি ধারণ করেন। তাদের আচরণ এতটাই খারাপ যা চিকিৎসা নিতে আসা রোগীরা তাদের সাথে কথা কাটাকাটি করতে সরেজমিনে গিয়ে দেখা গেছে।রোগীদের আত্মীয় স্বজনরা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
