বাংলাদেশ কুমিল্লা থেকে খালতো বোনের বিয়ের দাওয়াত খেয়ে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে আটক স্বামী- স্ত্রী ও শিশুসন্তান। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল।মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে তাদের আটক করা হয়।বিজিবি জানায়, জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ নাসির (৩৩), পিতা- মোঃ সিরাজ, চম্পা চিত্রকর (২৫), স্বামী- মোঃ নাসির, ও শিশুসন্তান মোঃ তামিম (৬), পিতা- মোঃ নাসির। আটককৃত সকলের গ্রাম- নয়াগ্রাম, পোষ্ট- পিংলা, জেলা- পশ্চিম মেদেনীপুর, ভারত। আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ নাসির এর খালু মোঃ তোতা মিয়া, গ্রাম- বাকশিমুল, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা এর বাড়িতে খালাতো বোনের বিয়ের নিমন্ত্রনে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসেছিল।
অনুন্ধানে জানা যায়, আটককৃত ব্যক্তি মোঃ নাসির বুড়িচং উপজেলার বাকশীমূল দক্ষিণপাড়া প্রবাস ফেরত তোতা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ভারতে বিয়ে করে বসবাস করে আসছে এবং সেই দেশের নাগরিক হয়েছেন।মাঝে মধ্যে বাংলাদেশে নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন। মোঃ নাসির এখন উভয় দেশের দ্বৈত নাগরিক। উক্ত বিষয়টি তার বাবা তোতা মিয়া প্রতিনিধির কাছে নিশ্চিত করেছেন।অনুসন্ধানে জানা যায়,সে বিজিবি কাছে আটকের পর ভূল তথ্য উপস্থাপন করেছে।
বিজিবি আরো জানায়,আটককৃত ভারতীয় নাগরিকদেরকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয় ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন জানায়,ভারতে অনুপ্রবেশকালে বিজিবি তিনজনকে আটক করে থানায় দিয়ে গেছে। একটি মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভুল তথ্য বা দুই দেশের নাগরিক হয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।