সীমান্তে এলাকা থেকে জব্দ করা অবৈধ মালামাল

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। কুমিল্লার সীমান্তে বুড়িচং উপজেলা খারেরা, শংকুচাইলসহ বিভিন্ন এলাকা থেকে গত ১৮ অক্টোবর হতে ২০ অক্টোবর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়। বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার। প্রেস রিলিজে বলা হয়, ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৪২০ পিস, হুইস্কি-৬০ বোতল, গাঁজা-৩৮কেজি, বিয়ার-১১ বোতল, ইস্কফ সিরাপ-০২ বোতল, বাঁজি-২৬,৩৫০ পিস, পিকআপ-০১টি,অটোরিক্সা-০১টি, সিএনজি-০১টি, অলিভ ওয়েল-৮৮ পিস, এবং শাল চাদর-৭২ পিস। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায় সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। দেশ ও জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *