কুমিল্লার বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার ১৮ সহযোগীর অবৈধ সম্পদের নথি এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে। এ তালিকায় আছেন বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র তাহসিন বাহার সূচনার নামও। বাহার কত সম্পদের মালিক, তার বিস্তারিত ফিরিস্তি এখনো পায়নি দুদক। তবে প্রাথমিক একটি গোয়েন্দা প্রতিবেদনে তাকে শতকোটি টাকার মালিক বলা হয়েছে। কুমিল্লার রাজনীতিতে তার কথাই ছিল শেষ কথা। তিন কন্যার জনক বাহার অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ে ডা. তাহাসিনা বাহার।কামাল হোসেন। তিনি সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের পিএস ছিলেন। আমিনুল ইসলাম টুটুল: সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল। আব্দুল্লাহ আল মাহমুদ: কুমিল্লার যুবলীগের আহ্বায়ক তিনি। আতিকুল্লাহ খোকন: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সভাপতি আতিকুল্লাহ খোকন।রিন্টু পিয়াস,শাহরিয়ার সাদী: বাহারের আরেক সহযোগী প্যানেল মেয়র হাবিবুল আল শাহরিয়ার সাদী।হাসান খসরু।আলি মুনসুর ফারুক,হাসান মাহমুদ সুমন,মহব্বত আলী: সাবেক মন্ত্রী তাজুলের শ্যালক মহব্বত আলী।সহ ১৮জনের অবৈধ সম্পদের তদন্তের অনুমতি দিয়েছে দুদক।