কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে মাছ চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিজল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে চাকরিরত। তার বিরুদ্ধে অন্যের পুকুর থেকে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে মামলার বাদীর পরিচয় জানাতে পারেনি। মেহেদীর বড় ভাই আরিফ বলেন, ‘মেহেদীকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তবে ধারণা করছি বিশেষ অভিযানের নামে গ্রেফতার করা হয়েছে। আমরা থানায় গেলে পুলিশ বলেছে পরে আসতে। উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘সাবেক সাধারণ সম্পাদক মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোনও মামলা নেই। সোমবার সন্ধ্যার পর তার বাড়ির পাশের বটতলা বাজারে তিনি চা পান করতে আসলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, তা আমাদের জানা নেই। জানতে চাইলে এসআই সহিজল বলেন, ‘মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ আছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *