দৈনিক যুগান্তর পত্রিকার পঁচিশ বছর প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্নে এক বর্ণাঢ্য র্যালি শেষে ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া স্বজন সমাবেশের আয়োজনে ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর এর লিগ্যাল এডভাইজার ঢাকা জজকোর্ট এর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যাল এর পিপি, ব্রাক্ষণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ভুঁইয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাবা আলী শাহীন,সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, প্রচার সম্পাদক রোটারিয়ান কবির আহমেদ ভুঁইয়া, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন,দৈনিক সবুজ বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ শরীফুল ইসলাম সুমন,দৈনিক আজকের পত্রিকা ও রুপসী বাংলা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম, বুড়িচং উপজেলার মানবকণ্ঠ প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ,দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ সাফি, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ভুইয়া, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মারুফ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি এড.আব্দুল বারী তার বক্তব্যে বলেন,দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা ও শিল্পপতি মোঃ নুরুল ইসলামের আদর্শের পথ ধরে দৈনিক যুগান্তর পাঠক প্রিয়তা অর্জন করেছে এবং তার শুরু থেকে এই পর্যন্ত আদর্শ থেকে বিচলিত হয় নাই।সত্য-বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করার কারণে আজ সারাদেশ যুগান্তর শীর্ষে অবস্থানে রয়েছে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তিনি এদেশে ৪০টির অধিক শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলে লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাই যুগান্তর ও যমুনা গ্রুপ মানুষের অন্তরে চিরজীবী হয়ে থাকবে।