Spread the love

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। যিনি ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত। ওই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে সমর্থন দিয়ে নিজেদের দল থেকে কোনো প্রার্থী দেয়নি।
ব্যারিস্টার ফুয়াদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা।
এরমধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি তিন লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি ইউটিউব ও টক শো থেকে ইনকাম করেন বলে হলফনামায় দেখিয়েছেন। এর বাইরে ব্যারিস্টার ফুয়াদের আর কোনো ইনকাম নেই বলে তিনি উল্লেখ করেছেন।
ফুয়াদের নিজের নগদ দুই লাখ টাকা ও স্ত্রীর পঞ্চাশ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এর বাইরে ব্যাংকে ফুয়াদের নিজের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *