বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
কুমিল্লা কোটবাড়ি এরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিন্টুর নেতৃত্বে আব্দুল মোতালেব ছাত্র-জনতার ওপর আক্রমণ চালায় দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশের জালে আটক হন মোতালেব।
তিনি বরুড়া উপজেলার আড্ডা ছোট পটিয়া গ্রামের বাসিন্দা।
বিগত ১৫ বছর সদরের এমপি বাহারের প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ছিল মোতালেবের বিরুদ্ধে ।
