কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকালে কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেনের মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টারের বড় ছেলে মোহাম্মদ সুলায়মানের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম (অধ্যক্ষ, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ), জামশেদুল আলম (সাবেক ইউপি চেয়ারম্যান), মোঃ জামাল হোসেন (উপাধ্যক্ষ, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ) এবং মাওলানা জাহিদ উল্লাহ (উপাধ্যক্ষ, সাহেবাবাদ ফাযিল মাদ্রাসা)।
বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক পাহাড়পুর–১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামশেদুল আলম। এছাড়া সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস স্বপন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ লায়লানুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাহবুব আলম (প্রভাষক, অর্থনীতি বিভাগ), মোঃ দুলাল হোসেন (লাইব্রেরিয়ান) কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ এবং সাজেদুজ্জামান সোহাগ (প্রভাষক), রিলায়েন্স বহুমুখী কলেজ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফুল ইসলাম মাস্টার, শামসুজ্জামান সায়েম, গোলাম জিলানী জীবন ও সোহেল রানা।
উল্লেখ্য, নুরুল ইসলাম (আবদুল হক) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। অরাজনৈতিক ও অলাভজনক এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
