Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সাগর আলীর ছেলে আলন খলিফার বসতঘরে বিকেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের একজন সদস্য গ্যাস জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেলে হঠাৎ সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা ডাকচিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতায় কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বসতঘরসহ ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আমাদের ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *