Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের কুলখানির দিনেই মারা গেলেন তারই একমাত্র ছেলে। অপ্রত্যাশিত এই মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)। তিনি বড়ধুশিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর বড় ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫) গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত রোগে মারা যান।বুধবার ছিল তার কুলখানি। সকাল থেকেই বাড়িতে স্বজন, প্রতিবেশীসহ অসংখ্য মানুষের সমাগম ছিল। কুলখানি অনুষ্ঠান উপলক্ষে সারাদিন ব্যস্ত সময় কাটান মানিক মিয়া। দিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ কালের কণ্ঠকে জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত পাওয়া যায়। ধারণা করছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই পরিবারে কয়েক দিনের ব্যবধানে মা–ছেলের মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের আবহ। মায়ের কুলখানির দিন ছেলের অকাল মৃত্যুতে পুরো গ্রামই স্তব্ধ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *