Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের পদুয়া এলাকায় খাস খতিয়ানের খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। সোমবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন জানায়, ষাইটশালা মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত বিএস-৩০৭৫ দাগের মোট ৭৭ শতকের মধ্যে ১২ শতক খাল শ্রেণির জমি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখলে থাকা বসতঘর ও রান্নাঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। অভিযানে মৃত নোয়াব মিয়ার ছেলে ইউনুস মিয়া ও ইউসুফ মিয়া, ওহাব মিয়ার ছেলে জয়নাল আবেদীন, সৈয়দ আলীর ছেলে জামাল মিয়া, রশিদ মিয়ার ছেলে সাগর মিয়া, রারেক মিয়ার ছেলে ফজলু মিয়া ও নান্নু মিয়া এবং ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল মিয়ার দখল করা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার তানিয়া আক্তার, মাধবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, ভূমি কার্যালয়ের রুহুল আমিন, রেয়াজুল ইসলাম, জয়ন্ত সিংহ, ইকরাম হোসেনসহ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খাল দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের ১২ শতক জায়গা দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *