Spread the love

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫। শুক্রবার বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে বিশেষ সংবর্ধনা ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরুর স্মরণে প্রতি বছর দেশব্যাপী এ দিবস পালন করা হয়। দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা। প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে কুমিল্লা ও আশপাশ অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ মানবিক ও রাষ্ট্রীয় দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করেছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছবিঃ কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে কেক কাটেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *