Spread the love

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা। সোমবার (৩ নভেম্বর) রাতে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় শতাধিক নেতাকর্মী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে হঠাৎ করে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।” তারা বলেন, দলের দুঃসময়ে হাজী ইয়াছিন সবসময় কর্মীদের পাশে থেকেছেন—শতাধিক মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও পারিবারিক সহায়তা দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। একাধিক স্থানীয় নেতা বলেন, “হাজী ইয়াছিন দুঃসময়ের কাণ্ডারি। তাকে বঞ্চিত করা কুমিল্লার রাজনীতির প্রতি অন্যায়।” তাদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ কিছু নেতার প্রভাবে একটি মহল ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে। হাজী ইয়াছিনের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুধু নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।” বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এর আগে সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক শেষে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণ ও রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *