Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে ইতালি প্রবাসীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের সন্দেহে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের শিকার কলেজ ছাত্র তুইন সাতদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক। ঘটনাটি ঘটেছে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে। নিহত তুইন (১৯) ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে এবং বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইতালি প্রবাসী মো. সাইফুল ইসলাম বাবুর মেয়ে নিহা (ছদ্মনাম) ও উজ্জল নামে এক যুবক পালিয়ে বিয়ে করেন। পরে পুলিশ দিয়ে তাদের ধরে আনা হয়। এর কিছুদিন পর উজ্জলের বন্ধু তুইনের সঙ্গে মেয়েটির সম্পর্কের সন্দেহে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তুইনকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় মেয়ের বাবা সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা। অভিযুক্তরা তুইনকে নির্মমভাবে মারধর করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তুইনের মৃত্যু হয়। নিহতের মা ফেরদৌসী আক্তার ও চাচা আলমগীর হোসেন জানান, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তুইনকে হত্যার হুমকি দিচ্ছিল। অপহরণের পর তার হাত-পা ভেঙে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার বাদী হয়ে ৪ জনকে নামীয় ৩-৪ জন কে অজ্ঞাত নামা আসামী করে বুড়িচং থানায় অভিযোগে করা হয়। অভিযুক্তরা হলেন গোবিন্দপুর গ্রামের মৃত.আবুল খায়ের এর ছেলে ইতালি প্রবাসী ও আ’লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (বাবু) (৪৫),তার ছেলে মোঃ নাফিজ উদ্দিন (১৯),শ্রীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জহির (৪২), মৃত. আব্দুর রহমানের ছেলে আবদুল আলিম (৪৫) ও আনসারী সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়ের করার পর আসামিরা পলাতক রয়েছে জানা যায়।আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিহতের তুইনের কলেজের সহপাঠী ও এলাকাবাসীরা হত্যার বিচার চেয়ে আনন্দ পাইলট সরকারি বিদ্যালয়ের গেইট সংলগ্নে মানববন্ধনের কর্মসূচীর আয়োজন করেছে বলে জানা যায়।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, “কলেজ ছাত্র তুইনকে অপহরণ ও নির্যাতনের পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিরা পলাতক, তাদের গ্রেফতারে অভিযান চলছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *