কুমিল্লা-সালদা সড়ক সংস্কারে প্রশাসনের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এলাকার সর্বস্তরের জনগণ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা জেলা কমিটির সদস্য শরীফ হাসান,বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, সদস্য মোঃ রবিউল,মোঃ আকাশ,প্রত্যয় রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে প্রশাসনের গাফিলতির কারণে কুমিল্লা-সালদা সড়কটি সংস্কার করা হয়নি। সড়কটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, কিন্তু তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই। প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।” তারা আরও জানান, শুধু বুড়িচং-ব্রাহ্মণপাড়া নয়, কুমিল্লা পর্যন্ত পুরো সড়কজুড়েই ছড়িয়ে আছে অসংখ্য ছোট-বড় খানা-খন্দক। এসব কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বক্তারা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে নিজস্ব অর্থায়নে ইট দিয়ে ভরাট করেন।
