Spread the love

কুমিল্লার ঝাউতলায় ইংরেজি শিক্ষার মানোন্নয়ন ও বিদেশগামী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে “ইমপ্যাক্টস(Impacts)”আইএলটিএস (IELTS) এর যাত্রা শুরু করেছে। (২৫ অক্টোবর) শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের ঝাড়তলা মার্কেন্টাইল ব্যাংকের পাশে কনকা শোরুম ভবনের ৪র্থ তলায় ফিতা কেটে “ইমপ্যাক্টস(Impacts)”আইএলটিএস (IELTS) এর শুভ উদ্ভোধন করেন অতিথি ও প্রতিষ্ঠানে দ্বায়িত্বশীলরা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ সারুখ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সহকারী পুলিশ সুপার( দেবিদ্বার – ব্রাহ্মণপাড়া সার্কেল) মোহাম্মদ শাহীন এএসপি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোকাররম হোসেন,খিদমাহ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: মাহফুজুর রহমানসহ আরও অনেকে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ‘ইমপ্যাক্টস’-এর উদ্যোগের প্রশংসা করেন এবং আজকের বিশ্বে ইংরেজি যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতানা জাহান সিমিল ও জাকিয়া সুলতানা, যাঁদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ইমপ্যাক্টস(Impacts)”আইএলটিএস নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। প্রবাসী অধুষিত্য কুমিল্লার তরুণ-তরুণীরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাভবান হবেন। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দও বক্তব্য রাখেন। তাঁরা প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নের মাধ্যমে ইংরেজিতে জড়তা ও দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব বলে জানান শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে “ইমপ্যাক্টস(Impacts)”আইএলটিএস ” এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ সারুখ, যিনি আধুনিক ইংরেজি শিক্ষার পদ্ধতি ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে ‘ইমপ্যাক্টস’-এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *