কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের লিটন ও ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক হাবিবুর রহমানকে বিদ্যাৎসাহী সদস্য পদে মনোনীত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে অভিযোগ করেছেন, প্রভাব ও অর্থের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হচ্ছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এলাকাবাসী এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আবু তাহের লিটন ও সভাপতি এনামুল হক কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। প্রধান শিক্ষক আবু তাহের লিটন বলেন, “বিদ্যালয়ের পার্শ্ববর্তী চারটি গ্রামের লোকজন ওই ব্যক্তিকে বিদ্যাৎসাহী সদস্য করার অনুরোধ করেন। গ্রামবাসীর কথার ভিত্তিতেই তাঁকে মনোনীত করা হয়েছে। তবে এটি লিখিত নয়, মৌখিকভাবে জানানো হয়েছে।” ষোলনল ইউনিয়নের বিএনপির সভাপতি সালেহ আহমেদ বলেন,এ বিষয়টি আমি বিকেলে শুনেছি। কিছু লোকের ছত্রছায়া আ’লীগের লোকেরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছে। তারা কিভাবে প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা করে তদন্ত করব।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “সরকারিভাবে এখনো কোনো তফসিল ঘোষণা করা হয়নি। নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণা করে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।” এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় না থাকলে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়বে এবং বিদ্যালয়ের মানহানি ঘটবে।
