Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন রেকর্ডপত্র বিনষ্ট করার বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকৃত ০১ থেকে ৮০০ নম্বর পর্যন্ত দলিলসমূহ ফেরত প্রদানের জন্য অপেক্ষমান রয়েছে। মহাপরিদর্শক (নিবন্ধন), বাংলাদেশ, ঢাকা এবং জেলা রেজিস্ট্রার, কুমিল্লা কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে এই দলিলগুলো ধ্বংসের প্রক্রিয়া শুরু হচ্ছে। স্মারক অনুযায়ী আগামী ৩০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগণকে যথাযথ নিয়মে দলিলসমূহ ফেরত গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফেরত গ্রহণ না করা হলে বিধি মোতাবেক দাবিবিহীন সকল মূল দলিল (উইল ও অছিয়ত ব্যতীত) ধ্বংস করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। বিষয়টিকে অতীব জরুরি ও জনগুরুত্বসম্পন্ন হিসেবে উল্লেখ করেছেন বুড়িচং উপজেলা সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হাসান।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *