Spread the love

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার রাত ১০ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। (১৭ অক্টোবর ২০২৫) শুক্রবার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি এবং ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১টি পিকআপসহ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন,“সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।” জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *