Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ১০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নন্দীপাড়া এলাকার গিরেন্দ্র চন্দ্র দেবের ছেলে দুলাল চন্দ্র দেব, চান্দলা আশ্রয়ন প্রকল্প এলাকার সোহাগ মিয়ার ছেলে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আজাদ মিয়া, মাধবপুর এলাকার মৃত মাহবুব রহমানের ছেলে আশিকুর রহমান ওরফে আরাফাত এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি এলাকার মৃত মুনরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫)। এদের মধ্যে দুলাল চন্দ্র দেব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মামলা নং–০৮(০৭)২২, জিআর–১৮৫/২২ (হাজীগঞ্জ) মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গোপন সংবাদের ভিত্তিতে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা আশ্রয়ন প্রকল্প, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া, মাধবপুর ইউনিয়নের মাধবপুর ও সাহেবাবাদ ইউনিয়নের টাকুই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কর্মকর্তারা পৃথকভাবে নেতৃত্ব দেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *