আনারস প্রতীককে শ্রমজীবী মানুষের ইনসাফ ও সমঅধিকারের সংগ্রামের প্রতীক উল্লেখ করে ডাঃ ইরান বলেন,বাংলাদেশ লেবার পার্টি ওমর-ই সাম্যবাদের দর্শনে বিশ্বাসী, যেখানে শোষণ, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান নেই। আমরা এমন এক ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ পাবে। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা, অর্থলুট, কালোটাকা ও অর্থপাচার রাষ্ট্রকে দেউলিয়া করে ফেলেছে। জনগণের কষ্টের বিনিময়ে গড়ে ওঠা এই দুর্নীতির সাম্রাজ্য ভেঙে দিতে হবে, আর সেই অর্থবহ পরিবর্তনের নেতৃত্ব দিতে লেবার পার্টিকে প্রস্তুত থাকতে হবে। (৮ অক্টোবর) মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে দলীয় প্রতীক ‘আনারস’ নিবন্ধিত ও সংরক্ষিত হওয়ায় কুমিল্লা জেলা ও মহানগর,বুড়িচং উপজেলার লেবার পার্টির নেতৃবৃন্দরা রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ডা.ইরান এসব কথা বলেছেন। ডাঃ ইরান আরও বলেছেন,ওমর-ই সাম্যবাদের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র চাই, যেখানে ক্ষমতা ও সম্পদের মালিক হবে জনগণ—কোনো গোষ্ঠী নয়। ইনসাফ, শ্রম ও সাম্যের আদর্শে নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাসুদ মিয়া চৌধূরী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, মহানগর আহবায়ক আলমগীর হোসেন মোল্লা বাচ্চু, জেলা কোষাধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, কুমিল্লা জেলা নেতা মোঃ দুলাল হোসেন, বুড়িচং উপজেলা সদস্য আবু ইউসুফ, মোঃ রবিউল ইসলাম, বুড়িচং পৌরসভার সদস্য মোঃ ফয়েজ ও মোঃ মিজানুর রহমান। সাক্ষাৎ শেষে কুমিল্লার নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আনারস’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারের ঘোষণা দেন।
