আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে চারটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন। রবিবার (৫ অক্টোবর) ধানমন্ডি তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ভোলার নিজ জেলায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে গেল কয়েক দিনের মতো গতকাল রাতেও প্রথম তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে অবস্থান করা তার সাবেক ব্যক্তিগত সহকারী জানান, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। এর আগে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর একটি সংবাদ শেয়ার করা হয়েছিল। বিষয়টিকে ‘পীড়াদায়ক’ বলেছিলেন তোফায়েল আহমেদের স্বজনেরা। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ।
