Spread the love

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর মন্ত্রীবাড়ির মরহুম কাশেম ভুঁইয়ার দ্বিতীয় সন্তান করিম ভুঁইয়া এক মাস চার দিন আগে নিখোঁজ হন। নিখোঁজের দীর্ঘ এক মাস পর বৃহস্পতিবার উপজেলার রসুলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে করিম ভুঁইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় করিম ভুঁইয়ার স্ত্রী, দুই সন্তান ও শ্বশুরবাড়ির আরও কয়েকজন আত্মীয় জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হত্যার পর করিম ভুঁইয়ার হাত-পা বেঁধে সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখা হয়। দেবিদ্বার থানা পুলিশের সহায়তায় করিম ভুঁইয়ার মরদেহ তার শ্বশুরবাড়ি রসুলপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *