Spread the love

কক্সবাজার শহরের কলাতলী লাগোয়া উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা পালিয়ে যাওয়ার পথিমধ্যে ঘাতক বীরেল চাকমা (৫৪) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস। টিটিএনকে তিনি মুঠোফোনে জানান, ‘ দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন, তাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হাজতে আছে।’ তিনি বলেন, ঘাতক মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রী কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ চাকমা নারী আমাদের পাশে ভাড়া থাকেন, হঠাৎ তার চিৎকার শুনে আমরা বের হই দেখি সে রক্তাক্ত এবং তার স্বামীর লাশ পড়েছে। এসময় একজনকে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে দেয়।’ পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে পরিবার দুটি রাঙ্গামাটি থেকে কক্সবাজার আসে ও নিহত ও ঘাতক দুজনই স্থানীয় সুপারী বাগানে মজুরের কাজ করতো।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *