নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে জানিয়ে কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ডাক যোগে চিঠি পাঠানো হয়েছে।
আজ রবিবার চিঠিটি তারহাতে আসে। গত বছর ডিসেম্বরের ২৩ তারিখে পাঠানো চিঠিতে মমিনুল ইসলাম, অঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির নাম উল্লেখ করা হয়েছে। চিঠির সাথে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিনতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’
এ বিষয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্য পাওয়া না গেলেও টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ‘বার্তা বাজার’কে বিষটির সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো জানান, হুমকির বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে খোঁজ নেন। বিষয়টি উপজেলা আইনশৃংখলা মিটিংয়ে উত্তাপন করা হয়েছে।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা সাধারণ ডায়েরী আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
