কুমিল্লার বুড়িচং উপজেলায় মোট প্রার্থী ৯ জন এর মধ্যে ৪ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।(১৩ মে ২০২৪) সোমবার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে মিলনায়তনে রিটার্নিং অফিসার প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে লটারি ও সিলেকশনের মাধ্যমে এই চার উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। চার চেয়ারম্যান প্রার্থীরা হলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার আনারস প্রতীকের চাহিদা থাকলেও বাছির খাঁনের আবদার রেখে তাকে আনারস প্রতীক দিয়ে নিজে ঘোড়া প্রতীক নেয়। বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম লড়বে দোয়াত- কলম প্রতীক নিয়ে। কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দারের প্রতীক টেলিফোন। বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বাছির খাঁন। ভাইস চেয়ারম্যান পদে মো. জসীম উদ্দিন পেয়েছে মাইক প্রতীক, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আল আজাদ পেয়েছে উড়োজাহাজ প্রতীক, মেজবাউল খাঁন আসিফ পেয়েছে বই প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. লাভলী আক্তার পেয়েছে ফুটবল প্রতীক, মোসা. পান্না আক্তার পেয়েছে কলস প্রতীক।
