কুমিল্লা শিক্ষাবোর্ডের অনুষ্ঠিত এস এস সি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে এস এস সিতে জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে ২১৫ জন পরীক্ষার্থী, দাখিল পরীক্ষায় জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে ১৯ জন পরীক্ষার্থী এবং ভোকেশনাল পরীক্ষায় জিপিএ পয়েন্ট ৫ পেয়েছে ৩১ জন শিক্ষার্থী। উপজেলার ৪০ টি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৩ শত ৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২১৫ টি জিপিএ ৫ সহ ২ হাজার ৭ শত ৩৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৮২.০৩℅। এরমধ্যে শত ভাগ পাস করেছে দুটি বিদ্যালয়। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৬ টি জিপিএ পয়েন্ট ৫ সহ শতভাগ পাস করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবারও বরাবরের মতো গৌরব অর্জন করেছে। অপর ২য় স্থান অর্জন করেছে কুসুম পুর উচ্চ বিদ্যালয়।এ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২ টি জিপিএ পয়েন্ট ৫ সহ শতভাগ পাস করে গৌরব অর্জন করেছে। পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন অংশগ্রহণ করে ৮ টি জিপিএ ৫ সহ ৭৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ টি জিপিএ ৫ সহ ১৪৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বুড়িচং মডেল একাডেমি থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১২ টি জিপিএ ৫ সহ ৫২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২ শত ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ টি জিপিএ ৫ সহ ৮৭৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৭০.০৩℅। এর মধ্যে শতভাগ পাস করেছে সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে এবার ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শত ভাগ পাস করেছে। ভোকেশনাল পরীক্ষায় ৭ টি বিদ্যালয় থেকে ৪ শত ৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪শত ২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন পরীক্ষার্থী। পাসের হার শতকরা ৮৮.২৫%। এর মধ্যে বুড়িচং সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে ২ শত ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ টি জিপিএ ৫ সহ১৯২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
