পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামের এক যুবক। সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে। গণপিটুনির পর তাকে থানায় হস্তান্তর করা হয়। তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত তিনি জানান, এক যুবক পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরে সেনা কর্তৃপক্ষ ওই যুবককে পুলিশে হস্তান্তর করে। তুষার শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি জাহেদুর রহমান